নিজস্ব সংবাদদাতা: এবার কৌস্তভ বাগচী শোরগোল ফেলে দিলেন। সদ্য বড় পদক্ষেপ নিয়েছেন জহর সিরকার। যার ফলে তৃণমূলকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শোরগোল শুরু হয়েছে। কৌস্তব বাগচী এবার তাকে বলেছেন, "আপনার শিরদাঁড়াকে প্রণাম জানাই"।