সুতন্দ্রার বাড়িতে সেলিম, মীনাক্ষী

চন্দননগরের নিহত সুতন্দ্রার বাড়িতে বামনেতা মহাম্মদ সেলিম। সঙ্গে ছিলেন মীনাক্ষীও। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও এদিনদেখা করেন মৃতার মায়ের সঙ্গে।

author-image
Jaita Chowdhury
New Update
cascaxax

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: দুর্ঘটনায় মৃত সুতন্দ্রার পরিবারকে আইনি সহায়তা দেবে সিপিএম (Cpim)। জানালেন মহাম্মদ সেলিম (Md Selim)। এদিন হুগলিতে সিপিএমের রাজ্য সম্মেলন শেষে চন্দননগরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের বাড়ি যান সেলিম ও যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সুতন্দ্রার মায়ের সঙ্গে দেখা করতে আসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। বেশ কিছুক্ষণ কথা বলেন  সুতন্দ্রার মা তনুশ্রী ও ঠাকুমার সঙ্গে।