R G Kar Protest: কাজ বন্ধর দিনগুলো বেতন কাটা! ডাক্তারদের উদ্দেশ্যে হুঁশিয়ারি

ডাক্তারদের পূর্ণ কর্মবিরতি চলছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
junior doctors protest ssssssssssssss

নিজস্ব সংবাদদাতা: ১০ দফা দাবিতে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের আড়াই দিন চলছে। এর মধ্যেই আজ আর জি কর মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা। শেষ পর্যন্ত ইস্তফা দিলেন প্রায় ৫০ জন চিকিৎসক। আজই বৈঠক করে এই সিদ্ধান্ত নেন তারা। এবার এই নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

এই তৃণমূল নেতা লেখেন, CBI চার্জশিট দেওয়ার পরেও অরাজকতা। পুজো, বন্যার পরিস্থিতিতে বিনা নোটিসে চিকিৎসকদের গণইস্তফা। রোগীদের বিপদে ফেলে রাজনৈতিক ব্ল্যাকমেলিং।
* গণইস্তফা আইনি নয়, নাটক না করে নিয়মমত নিজস্ব চিঠিতে ইস্তফা দিন। ডিউটি না করলে চাকরি ছাড়ুন।
* সরকার সব ইস্তফা গ্রহণ করুন।
* নতুন নিয়োগে সরকার বিজ্ঞাপন দিক, বহু যোগ্য ডাক্তার অপেক্ষা করছেন।
* পরিষেবার ক্ষতি হলে মানুষ বুঝবেন কাদের জন্য এই অবস্থা।
* কাজ বন্ধর দিনগুলো বেতন কাটা হোক। হস্টেল খালি করা হোক।
* আরও কিছু পদক্ষেপ জরুরী।

সরকার সংবেদনশীল, সংযত। তার সুযোগ নিয়ে গোলমালের নাটক চলছে। সরকার কী পদক্ষেপ নেবে, তাদের বিষয়। কিন্তু আর এই থ্রেট কালচার, ব্ল্যাকমেলিং বরদাস্ত করা ঠিক হবে না।