নিজস্ব সংবাদদাতা : ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে কিন্তু শেষ হয়েও যেন হল না শেষ। জায়গায় জায়গায় অশান্তির পরিপ্রেক্ষিতে পুনরায় নির্বাচনের দাবি উঠছে। বুথ দখলের চেষ্টা, লুঠ, ছাপ্পা, মৃত্যু, সংঘর্ষের প্রতিবাদে রবিবার রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ অবস্থান করল বিজেপি। নেতৃত্বে ছিলেন সোনালী গুহ, সজল ঘোষ, ফাল্গুনী পাত্ররা। কমিশনের সামনে কার্যত স্লোগানের ঝড় ওঠে। এক সময়ে তৃণমূলে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী বলে পরিচিত সোনালী গুহ স্লোগান তোলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আর নেই দরকার।' হঠাৎ সোনালীকে থামিয়ে দিলেন সজল। তারপর জুতো হাতে উঠলো নতুন স্লোগান, 'রাজীব সিনহার গালে গালে, মুখ্যমন্ত্রীর গালে গালে, জুতো মারো তালে তালে।' রাজ্য নির্বাচন কমিশনের সামনে এভাবেই ঝড় ওঠে একের পর এক স্লোগানের। দেখুন ভিডিও।