নিজস্ব সংবাদদাতা: আবাস যোজনা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষোভ উঠে আসছে। বার বার নিশানা আসছে দুর্নীতির অভিযোগ। কাঠোয়ায় আবাস যোজনা তালিকায় এক উপভোক্তার নাম পাঁচবার পাওয়া গিয়েছে। কিন্তু গ্রামের বাসিন্দারা বলছেন, ওই নামের কেউ সেখানে থাকেন না। এরপরেই বিরোধীরা তৃণমূলকে আক্রমণ করতে থাকেন। কাটোয়ায় আবাস তালিকায় ভূতুড়ে নাম প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেছেন, "সরকারি টাকা লুঠ করতেই এই প্রকল্প।" অন্যদিকে, বামনেতা শতরূপ ঘোষ বলেন, আবাসে তালিকায় ১০ টার মধ্যে ৯ টা নামই নকল।
কাটোয়ায় আবাস যোজনার তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তালিকায় একজনের নাম পাঁচবার রয়েছে। তবে স্বামী ও বাবার নাম আলাদা রয়েছে। সারা গ্রাম ঘুরে সেই উপভোক্তাকে খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই নামে গ্রামে কেউ থাকে না। এই নিয়ে ইতিমধ্যে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। শাসক দল সমস্ত দোষ সরকারি কর্মীদের ওপর চাপিয়েছে। তৃণমূলের নেতারা অভিযোগ করেছেন, দলের ভাবমূর্তি নষ্ট করতে এধরনের কাজ করা হয়েছে।