শান্তিপুরে রাস্তার পাশ থেকে উদ্ধার বস্তা ভর্তি ভোটার কার্ড

ভোটার কার্ডগুলি ভুয়ো কি না, খতিয়ে দেখছে পুলিশ-প্রশাসন ৷ এই নিয়ে একে অপরকে দুষছে বিজেপি ও তৃণমূল ৷

author-image
Jaita Chowdhury
New Update
afdqawd

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ভূতুড়ে ভোটার বিতর্ক নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি৷ বৃহস্পতিবার সেই বিতর্কে নয়া মোড়৷ রাস্তার পাশ থেকে উদ্ধার হল বস্তা বস্তা ভোটার কার্ড ৷ ঘটনাস্থল নদীয়ার শান্তিপুর থানার কৃষ্ণ কালীতলা ৷ ঘটনায় চাঞ্চল্য এলাকায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই ভোটার কার্ড উদ্ধার করে পুলিশ ৷ 

ভোটার কার্ডগুলি আসল, নাকি নকল ! আপাতত সেটাই পুলিশ খতিয়ে দেখছে ৷ একদিকে চলছে পুলিশি তদন্ত, তখন অন্যদিকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ তৃণমূল ও বিজেপি এই নিয়ে একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছে ৷

DASDA