ফের যাদবপুরকাণ্ডে শাসকের হুঁশিয়ারি

ফের যাদবপুর কাণ্ডে শাসকের হুঁশিয়ারি। কাঠগড়ায় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। মুখ্যমন্ত্রী সহনশীল, নাহলে যাদবপুর মাটিতে মিশে যেত, দাবি সায়নী ঘোষের।

author-image
Jaita Chowdhury
New Update
Sayani Ghosh

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর কাণ্ডে (Jadavpur University Chaos) শাসকের হুঁশিয়ারি। এবার কাঠগড়ায় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Sayani Ghosh)। যাদবপুরের তৃণমূল সাংসদ বলেন,"মুখ্যমন্ত্রী চাইলে পুলিশ অনেক কিছু করতে পারত। উনি অত্যন্ত সহনশীল, জোর করে দমনের নীতিতে বিশ্বাসী নন। এমন গুন্ডামি চলতে থাকলে যাদবপুরের নাম মাটিতে মিশতে খুব বেশি সময় লাগবে না। ৩৪ বছরের সিপিএম আমলের গুন্ডারাজ বন্ধ করে দেখিয়ে দিয়েছে।" তাঁর আরও দাবি, মুখ্যমন্ত্রী সহনশীলতার পরিচয় দিচ্ছেন বলেই পুলিশ ঢুকছে না। 

Jadavpur University
ফাইল চিত্র