নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা পরিবারকেই তলব করেছিল ইডি। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সঙ্গে যোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হয়েছিল অভিষেকের মা, বাবা ও স্ত্রীকেও। এর আগে ইডির তলবে সশরীরে হাজিরা দেননি লতা বন্দ্যোপাধ্যায় ও অমিত বন্দ্যোপাধ্যায়। তবে ইডির নির্দেশ মতো পাঠিয়েছিলেন নথি। প্রশ্ন উঠেছিল, কী করবেন রুজিরা বন্দ্যোপাধ্যায়? তিনি কি হাজিরা দেবেন নাকি আইনজীবী পাঠাবেন। যদিও এর আগে কয়লা পাচার মামলায় সশরীরেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিষেক পত্নী। এবারেও তাই করলেন। ইডির তলবে বুধবার সকাল ১০ টা ৫৭-য় সল্টেলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছোলেন রুজিরা। গোটা সিজিও চত্বরে কড়া নিরাপত্তা রয়েছে। রয়েছে পুলিশ মোতায়েনও। এদিকে ইডিও তৈরি প্রশ্নপত্র নিয়ে। জিজ্ঞাসাবাদ পর্ব থেকে তদন্তকারীরা নতুন কোন তথ্য পান সেটাই এখন দেখার।