নিজস্ব সংবাদদাতা:বিজেপির ডাকা ১২ ঘন্টার 'বাংলা বনধ'-এ অংশ নিয়েছেন দলের নেত্রী রূপা গাঙ্গুলী।
/anm-bengali/media/post_attachments/3464f05246024d150c3ce6445666b46e2d631d1981e3eea93b1a80e31932acfe.jpg)
তাকে দেখা যায় সাধারণ মানুষের কাছে হাত জোড় করে বনধকে সফল করার আহ্বান জানাচ্ছেন।
/anm-bengali/media/post_attachments/2f882fd722dcbf7943c08f7a61df3fb11a6b0dd786b2572bfcf3849336d90554.jpg)
এই নিয়ে নেত্রী বলেছেন, "তৃণমূলের লোকেরা বলছে যে লোকেরা বনধ অনুসরণ করছে না এদিকে বাসগুলি খালি। এর অর্থ হল লোকেরা বনধের ডাক অনুসরণ করছে। আপনারা কি আমাকে কাউকে বাধ্য করতে দেখেছেন? পুলিশ আজকাল এত খারাপ আচরণ করছে, তাদের কি লজ্জা লাগে না?"
/anm-bengali/media/post_attachments/b3d6eabc4263aed29b24d2ec1e144cf2c46be6f455a315b28486ac6cbabc9d06.jpg)