রোগী কল্যাণ সমিতিতে বড়সড় রদবদল, ছাঁটা হল সুদীপ্ত রায়, শান্তনু সেনকে

যাকে নিয়ে দফায় দফায় সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Sudipta Roy

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নতুন করে রাজ্যের ২৪টি মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির বড়সড় রদবদল হল। সরকারি জনপ্রতিনিধিদের নাম ঘোষণা করল স্বাস্থ্য দফতর। 

স্বাস্থ্য ভবন থেকে জারি করা বিবৃতিতে যে তালিকা দেওয়া হয়েছে, তাতে দেখা গেল কোনও মেডিক্যাল কলেজেই সরকারি প্রতিনিধি হিসাবে নাম নেই শান্তনু সেন, সুদীপ্ত রায় এবং নির্মল মাজির। অর্থাৎ সুন্দর ভাবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাতিল করে দিয়েছেন এই তিনজনের নাম। 

santanusen

সেই জায়গায় আরজি করে রোগী কল্যাণ সমিতির সরকারি জনপ্রতিনিধি হয়েছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ অতীন ঘোষ। এই আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। যাকে নিয়ে দফায় দফায় সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। 

অন্য দিকে, বিভিন্ন বিতর্কের মুখে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মলকে। এ বার তাঁরা কেউই নেই রোগী কল্যাণ সমিতিতে। 

Sudipta roy

এদিকে এনআরএসের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন হলেন প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে।