রোগী কল্যাণ সমিতিতে এবার থেকে কারা, ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী

সবাইকে সব দায়িত্ব বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
Mamata Banerjee

File Picture

নিজস্ব সংবাদদাতা: নবান্নে হয়ে গেল স্বাস্থ্য বৈঠক। আর সেই বৈঠকেই স্থির হয়ে গেল রোগী কল্যাণ সমিতির দায়িত্বে কারা। সবাইকে সব দায়িত্ব বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন খোদ নিজেই বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা ছিলেন বৈঠকে ছিলেন বিভাগীয় প্রধান, সিএমওএইচ, বিএমওএইচ, জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। আর সেখানেই বলেন, এবার থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষরাই।

mamataflood
File Picture

মুখ্যমন্ত্রী জানান, নিরাপত্তা নিয়ে সুরজিৎ কর পুরকায়স্থকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে পরিকাঠামোর উন্নয়নের জন্য। বায়োমেট্রিক সিস্টেম চালু করতে বলা হয়েছে। রোগী কল্যাণ সমিতির মাথায় থাকবেন সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সদস্য হিসাবে থাকবেন এমএসভিপি। একজন জুনিয়র ডাক্তার, একজন সিনিয়র ডাক্তার বা বিভাগীয় প্রধান, সিস্টারের তরফে একজন, একজন জনপ্রতিনিধি থাকবেন। তারাই হাসপাতালের দায়িত্ব গ্রহণ করবেন”। 

মুখ্যমন্ত্রী জানান, এদিনের বৈঠক পজিটিভ হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট যা বাদ দিতে বলেছে, তা বাদ দিয়ে ‘রাত্তিরের সাথী’ দ্রুত চালু করা হচ্ছে। নিরাপত্তা, নির্মাণের কাজ করছেন যারা, তাঁদেরও বিস্তারিত রাখতে বলা হয়েছে। 

Adddd