নিজস্ব সংবাদদাতা: 'বিষাক্ত' স্যালাইনের বলি। মেদিনীপুর মেডিক্যালের ঘটনায় এবার তদন্তে নেমেছে সিআইডি (CID)। কার গাফিলতির জন্য প্রসূতির মৃত্যু? নেপথ্যে কি বিষাক্ত RL স্যালাইন? এদিন মেডিক্যাল কলেজের MSVP, PGT, RMO-কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
কর্ণাটকের নিষিদ্ধ সেলাইনের অবাধ ব্যবহার বাংলায়? কেন সরকারি হাসপাতালে ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশে এত সময়? কেন এক প্রসূতির মৃত্যুর পরেও বাকিদের কলকাতায় আনতে দেরি করা হল? প্রশ্ন উঠছে একাধিক।
মেদিনীপুর মেডিক্যালে মামণি রুইদাসের মৃত্যু হয়েছে সেপটিক শকে জানিয়েছেন চিকিৎসকরা। RL স্যালাইনের স্টেরিলাইজ না থাকাতেই বিপত্তি, অনুমান তদন্ত কমিটির। সূত্রের খবর, এদিন মেডিসিন বিভাগে রোগীদেরও RL স্যালাইন দেওয়ার পর কাঁপুনি দিয়ে জ্বর আসে রোগীদের। প্রসূতির মৃত্যুতে RL স্যালাইনই দায়ী, উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।