নিজস্ব সংবাদদাতা: কলকাতায় দাঁড়িয়ে বিআর আম্বেদকর ইস্যুতে অমিত শাহকে নিশানা করে বিশাল বার্তা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
তিনি বলেছেন, "বিজেপি এবং আরএসএস সবসময় ডাঃ বিআর আম্বেদকর, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, কর্পুরী ঠাকুরের মতো 'মহাপুরুষ'কে অসম্মান করেছে। তারা সংবিধান মানে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (রাজ্যসভায়) কী বলেছিলেন তা পুরো দেশ জানে"।