নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ঋতাভরীর

টলিপাড়ায় নারীনিগ্রহ রুখতে তৎপর ঋতাভরী। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে টলিপাড়ায় নারীনিগ্রহ রুখতে কী পদক্ষেপ করা দরকার সে নিয়ে আলোচনা করতে তিনি গিয়েছিলেন।

author-image
Shreyashree Banerjee
New Update
 ঋতাভরী

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের আবহে একের পর যৌন হেনস্থার অভিযোগ টলিপাড়ায়। এর মধ্যেই মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। প্রায় ৩০ মিনিট ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হয় তাঁর। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে অভিনেত্রী। ঋতাভরী জানিয়েছিলেন, অতীতে তিনি টলিপাড়ায় যৌন হেনস্থার শিকার হয়েছেন। এবার টলিপাড়ায় নারীনিগ্রহ রুখতে তৎপর ঋতাভরী। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে টলিপাড়ায় নারীনিগ্রহ রুখতে কী পদক্ষেপ করা দরকার সে নিয়ে আলোচনা করতে তিনি গিয়েছিলেন।

nabanna mamata

সূত্রের খবর, বাংলা ইন্ডাস্ট্রির যৌন হেনস্তার ঘটনা নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলেন নাকি তিনি। ঋতাভরী নাকি হেমা কমিশনের ধাঁচে একটি কমিটি তৈরির প্রস্তাব উত্থাপন করেছেন। মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির হেমা কমিশনের আদলে বাংলায় নারী সুরক্ষার জন্য বিশেষ কমিটি তৈরিতে করতে চাইছেন মুখ্যমন্ত্রী। 

টালিগঞ্জ