'তিলোত্তমা ও এখন পণ্য…বিক্রী হচ্ছে ২৯৯ টাকায়'! পোস্ট করলেন TMC নেতা

ঋজু দত্ত করলেন প্রতিবাদ।

author-image
Anusmita Bhattacharya
New Update
arkobe

নিজস্ব সংবাদদাতা: অরিজিৎ সিং এর সেই বিখ্যাত প্রতিবাদী গান আর কবে এবার জায়গা পেয়েছে টি-শার্টে। তিলোত্তমার জন্য যারা প্রতিবাদ করতে চান তাদের জন্য এই টি-শার্ট ভাইরাল হয়েছে। এই মুহূর্তে গোটা দেশ সরগরম আর জি কর কান্ড নিয়ে। আন্দোলনের ঢেউ দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছিল। 

আর এই সুযোগেই কি ব্যবসা বাড়াতে চাইছে কিছু সংস্থা? এভাবেই কটাক্ষ করেছেন তৃণমূল নেতা ঋজু দত্ত। 

যিনি বিক্রি করছেন তিনি বলেছেন, "আর কবে? আর কবে আমরা জাগবো? আর কবে আমরা বুঝতে শিখব? সেই জন্যই আপনাদের সবার জন্য সপ্তপদী এই গেঞ্জীটা বানিয়েছেন আর কবে? সাইজ কিন্ত সব রকম হবে। মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল। আমাদের কিন্তু সব রকম সাইজ এভিলেবল হয়"। সেই দোকানের যোগাযোগ করার নাম্বার দিয়ে দেওয়া হয়েছে।

ঋজু দত্ত লেখেন, তিলোত্তমা ও এখন পণ্য…
আন্দোলন বিক্রী হচ্ছে ২৯৯ টাকায়।
ছিঃ ছিঃ ছিঃ

অর্থাৎ এই নেতা বলতে চেয়েছেন যে আর জি করের নিহত মহিলা চিকিৎসক আসলে পণ্য হয়ে গেছেন।