দুর্ঘটনা! সরকারি বাসের ধাক্কায় প্রাণহানি, বেপরোয়া গতি?

ইএম বাইপাস থেকে সল্টলেকের দিকে যাচ্ছিল এস ৯ রুটের একটি সরকারি বাস।সিগন্যাল ভেঙেই বাইপাস থেকে সল্টলেকের রাস্তায় ঢুকে পড়ে বাসটি। সেই সময় গতিও ছিল স্বাভাবিকের তুলনায় বেশি।

author-image
Pallabi Sanyal
New Update
accident 3

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : ফের বেপরোয়া গতির জেরে প্রাণহানির ঘটনা। এবার দুর্ঘটনার কবলে পড়লো সরকারি বাস। বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশা চালকের। আহত একাধিক। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক। জানা যায়, ইএম বাইপাস থেকে সল্টলেকের দিকে যাচ্ছিল এস ৯ রুটের একটি সরকারি বাস।সিগন্যাল ভেঙেই বাইপাস থেকে সল্টলেকের রাস্তায় ঢুকে পড়ে বাসটি। সেই সময় গতিও ছিল স্বাভাবিকের তুলনায় বেশি। জি সি আইল্যান্ডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি রিক্সায় প্রথমে ধাক্কা মারে বাসটি৷  এর পরে ডিভাইডারে উঠে গিয়ে একটি গাছ এবং পাঁচিলে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে বাসটি৷জখম হন দুই রিকশা চালক। এদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের চিকিৎসকরা।