নিজস্ব সংবাদদাতা: আরজি কর ডাক্তারের ধর্ষণ-খুনের রায় হতে পারে শিয়ালদহ আদালতে, ১৮ জানুয়ারি। নিহত চিকিৎসকের বাবা এবার ডিএনএ রিপোর্ট-এর প্রসঙ্গ সামনে এনে বড় বার্তা দিয়েছেন। তিনি বলেন, "আদালত সব কিছু খতিয়ে দেখবে এবং আমরা ভালো রায় পাব। ডিএনএ রিপোর্টে অন্যদেরও (অন্য আসামি) উপস্থিতি প্রমাণিত হয়েছে। আমরা আদালতে যাচ্ছি, একটি বিষয় হাইকোর্টে বিচারাধীন এবং আরেকটি সুপ্রিম কোর্টে এসেছে, এটি তালিকাভুক্ত করা হয়েছে। আমরা আমার মেয়ের জন্য প্রকৃত বিচার চাই। আমাদের যেখানে দরকার আমরা যাব"। এখন প্রত্যেকেই অপেক্ষা করছেন শীঘ্র বিচারের জন্য। এখন দেখার ১৮ জানুয়ারি কি রায় দেয় আদালত।