নিজস্ব সংবাদদাতা: আরজি কর ধর্ষণ ও হত্যা নিয়ে প্রতিবাদ করে ইতিপূর্বে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এবার এই বিষয়কে হাতিয়ার করে সন্দীপ ঘোষ ও মমতা ব্যানার্জিকে চরম নিশানা করেছেন অনুপম হাজারা।
তিনি বলেছেন, "পিসিমণি থেকে শুরু করে সবার Justice চাওয়া মোটামুটি হয়ে গেছে, এরপর একবার সন্দীপ ঘোষ রাস্তায় নেমে "Justice চাই" বলে হেঁটে দিলেই ষোলো কলা পূর্ণ"। তার এই বক্তব্যে চরম শোরগোল শুরু হয়েছে।