আরজি করে ঢুকতেই চোর চোর স্লোগান, মুখ লুকিয়ে পালালেন টিএমসিপি নেতা

থ্রেট কালচারে অভিযুক্ত টিমসিপি নেতাকে ঘিরে আরজি করে বিক্ষোভ হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
Rg kar

নিজস্ব সংবাদদাতা: আরজি কর সহ রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে।  সেই থ্রেট কালচারের বিরুদ্ধে তদন্ত করতে আরজি করে একটি কমিটি গঠন করা হয়। বুধবার থ্রেট কালচারের একাধিক অভিযোগের শুনানি ছিল আরজি কর মেডিক্যাল কলেজে। সেই শুনানি থেকে বের হতেই টিএমসিপি নেতা আশিষ পাণ্ডকে লক্ষ্য করে চোর চোর স্লোগান উঠতে থাকে। আরজি করের জুনিয়র চিকিৎসকরা এই স্লোগান দেন। পাশাপাশি তাঁরা আশিষ পাণ্ডেকে ঘিরে বিক্ষোভ দেখান। 

আরজি করে থ্রেট কালচারের বিরুদ্ধে বিশেষ তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। সেখানে অভিযুক্ত এবং অভিযোগকারীদের বয়ান নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, এই বিষয়ে এখনও পর্যন্ত ৫৯ জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তরা সকলেই ইন্টার্ন, হাউসস্টাফ, পিজিটি কিংবা MBBS পড়ুয়া বলে আরজি করে বিশেষ তদন্ত কমিটি সূত্রের খবর। যে সমস্ত অভিযোগকারীরা সামনে এসে অভিযোগ জানাচ্ছেন, তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত, অভিযোগকারী এবং সাক্ষীদের বক্তব্য ভিডিও রেকর্ডিং করে রাখা হচ্ছে। শুক্রবার পর্যন্ত বয়ান রেকর্ড পর্ব চলে। শনিবার থেকে তদন্ত কমিটির তরফে শুনানি হয়। শনিবার ১০ জন অভিযুক্তকে ডাকা হয়েছিল। মঙ্গলবার আরও ১২ জনকে ডাকা হয়েছিল। এদিন বিশেষ তদন্ত কমিটির কাছে বয়ান রেকর্ড করেন আর জি কর মেডিক্যাল কলেজের ইন্টার্ন অনুভব সাহা।  তিনি বলেন, বয়ানে জানিয়েছেন, কীভাবে দীর্ঘদিন ধরে থ্রেট কালচারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। 

 tamacha4.jpeg