নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতালে চিকিৎসকের রহস্য মৃত্যু। সরকারি হাসপাতাল থেকে আজ সকালে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সে পোস্ট গ্র্যাজুয়েটের সেকেন্ড ইয়ারের ট্রেনি ডাক্তার। গতকাল অন ডিউটি কলে ছিল সে। গতকাল রাত আড়াইটের পর খানিকটা বিশ্রাম নিতে রাতের খাওয়া দাওয়া সেরে সে এমার্জেন্সি বিল্ডিং-এর চারতলার সেমিনার হলে চলে যায়।
File Picture
যা জানা যাচ্ছে, সেখানে পড়াশোনা করতেই সে সেখানে যায়। আর তারপর থেকে তাঁকে আর হাসপাতাল চত্বরে দেখা যায়নি। ওখানেই আজ সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়। দেহে আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে কলকাতা পুলিশের সিপি বিনীত কুমার গোয়েল, ডিসি নর্থ পৌঁছেছেন। সমগ্র হাসপাতাল চত্বর পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। অন্যদিকে, ফরেনসিক টিমও পৌঁছেছে ঘটনাস্থলে। সমগ্র দিক খতিয়ে দেখা হচ্ছে।