আরজি কর কাণ্ডে নয়া মোড! সিবিআইয়ের বিরুদ্ধেই হাইকোর্টে নির্যাতিতার পরিবার

বেশ কিছুদিন ধরেই সিবিআইয়ের তদন্তের ওপর অনাস্থা প্রকাশ করছেন নির্যাতিতার বাবা-মা। এবার নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি করে নির্যাতিতার বাবা-মা।

author-image
Tamalika Chakraborty
New Update
high court.jpg


নিজস্ব সংবাদদাতা: বেশ কিছুদিন ধরেই সিবিআইয়ের তদন্তের ওপর অনাস্থা প্রকাশ করছেন নির্যাতিতার বাবা-মা।  এবার নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি করে নির্যাতিতার বাবা-মা।  আরজি করে নির্যাতিতার বাবা-মা জানিয়েছেন, যে গতিতে তদন্ত হচ্ছে, তাতে সিবিআইয়ের প্রতি তাঁদের আর ভরসা নেই। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গিয়ে তাঁরা মামলা করেন।  মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামী সপ্তাহেই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। 

প্রথমে সিবিআইয়ের তদন্তের দাবি জানিয়ে আরজি করে নির্যাতিতার বাবা-মা  হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিবিআই যখন তদন্তভার হাতে নেয়, তখনই স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করে। বর্তমানে শীর্ষ আদালতে এই মামলা বিচারাধীন।ন করে যদি কলকাতা হাইকোর্টে এই মামলা শুরু হলে, প্রথম বিচার্য বিষয় হবে, আদৌ এই মামলাটি শোনা যেতে পারে কিনা। তবে সুপ্রিম কোর্টেও নির্যাতিতার পরিবারের আইনজীবী রয়েছেন। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে আরজি করে নির্যাতিতার পরিবারের আইনজীবী হাইকোর্টে মামলাটির বিষয় উল্লেখ করতে পারেন।