নিজস্ব সংবাদদাতা: আরজি কর ইস্যুতে আগেই ভর্ৎসনার মুখে পড়েছিল রাজ্য সরকার ও প্রশাসন। যার জন্যে মামলা হস্তান্তর হয় সিবিআই-এর হাতে। আর এবার আরজি করে ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকারকে তুলোধনা করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এদিন প্রধান বিচারপতি নিজেই জানতে চান, ‘যে আরজি করে কি ঘটেছে? আমার কাছে এই নিয়ে প্রচুর মেইল এসেছে’।
এদিন কলকাতা পুলিশকে প্রশ্নবাণে জর্জরিত করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “কীভাবে ওই জায়গায় ৭ হাজার মানুষের জমায়েত হল? কীভাবে পুলিশের কাছে এই সংক্রান্ত বিষয়ে আগের থেকে কোনও খবর রইলো না। তাঁদের সোর্স কি এতোটায় খারাপ হয়ে গেছে! তারা কি আগের থেকে ব্যবস্থা নিয়ে ওই হাসপাতাল চত্বর ঘিরে রাখতে পারতো না?
এদিন কার্যত এই ভাবেই পুলিশকে আক্রমণ করেন বিচারপতি। তবে ৭ হাজার জমায়েতের বিষয়ে মামলাকারীর আবেদন, যে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সাত হাজার মানুষ কখনই হাজির হয়নি। সেই ঘটনায় কমপক্ষে ৪০ থেকে ৫০ জন ছিলেন, যাদেরকে পুলিশ সহজেই চিহ্নিত করতে পারে। তবে এই ঘটনায় এদিন বেশ ক্ষুব্ধ হন বিচারপতি।