আরজি করের আজ জোড়া মামলার শুনানি

বিচার প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায় তার জন্য সপ্তাহে ৩-৪ দিন শুনানি হবে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Rg kar

File Picture

নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম-শুনানির আগের দিন আজ আরজি কর মামলার জোড়া শুনানি রয়েছে। একদিকে, আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতির মামলার শুনানি হবে। আদালতে পেশ করা হবে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সন্দীপ-ঘনিষ্ঠ চিকিৎসক ও টিএমসিপি নেতা আশিষ পাণ্ডে, দুই মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসর আলিকে। 

আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে উঠে এসেছে হাসপাতালের অ্যানাস্থেসিওলজির অ্যাসোসিয়েট প্রফেসর সুজাতা ঘোষ ও ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের নাম। এদিন সেই সম্পর্কে সিবিআই নতুন কোনও তথ্য পেশ করে কি না, সেটাই দেখার। 

Sanjay

অন্যদিকে, আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের, মামলায় আজ শিয়ালদাহ কোর্টে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। বিচারক জানিয়েছেন, এই মামলার শুনানি হবে রুদ্ধদ্বার এজলাসে। বিচার প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায় তার জন্য সপ্তাহে ৩-৪ দিন শুনানি হবে। 

x