আরজি করঃ নির্যাতিতার বাবাকে টাকা-প্রশাসন কার্পেটের তলায় কী লুকোতে চাইছে? এবার বড় প্রশ্ন বিজেপির

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে বড় মন্তব্য করলেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র।

author-image
Aniruddha Chakraborty
New Update
লজব

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেন, "নির্যাতিতার বাবা আজ জাতির সামনে যে প্রশ্নগুলো রেখেছেন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১নং প্রশ্নে ভিকটিমের বাবা বলেন, 'ভিকটিমের মৃতদেহ যখন তাদের বাড়িতে ছিল তখন ডিসি নর্থ তাকে টাকা অফার করেন। তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন।' একজন প্রশাসক তাকে টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন। একজন মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে যখন সে কিছু লুকানোর চেষ্টা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ডিসি পাঠিয়ে নির্যাতিতার বাবাকে টাকার প্রস্তাব দিয়েছিল, তা লুকানোর কী ছিল? কী এমন ছিল যা প্রশাসন কার্পেটের তলায় ফেলে দিতে চাইছে?" 

ল্কম্ন

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। তিলোত্তমার ন্যায়বিচারের দাবিতে পথে নামছে সমস্ত ধরনের মানুষ। প্রতিবাদ করছে জুনিয়র ডাক্তাররা। এছাড়া, সুপ্রিম কোর্টে চলছে আরজি কর কাণ্ডের মামলা। তিলোত্তমার ন্যায়বিচারের দাবিতে অপেক্ষা করছে সারা দেশের মানুষ। 

উল্লেখ্য, বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। চলছে লাগাতার জেরা। এরই মধ্যে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। সিবিআই-এর দাবি, আরজি করের অ্যাকাডেমিক ফান্ডের টাকা ঘুরপথে ঢুকেছে সন্দীপ ঘোষের পকেটে। জানা যাচ্ছে, সন্দীপ ঘনিষ্ঠ কন্ট্রাক্টরদের টাকা দেওয়া হয়েছে অ্যাকাডেমিক ফান্ড থেকে। আবার সেই টাকাই ঘুরপথে ঢুকেছে সন্দীপেরই পকেটে।