নিজস্ব সংবাদদতা: কলকাতার আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ খুললেন নির্যাতিতার বাবা।
তিনি বলেছেন, "সিবিআই তার কাজ করছে, আমরা এই বিষয়ে (তদন্ত) কিছু বলতে পারি না... যারাই এই হত্যাকাণ্ডের সাথে কোন না কোনভাবে জড়িত বা যারা প্রমাণের কারচুপির সাথে জড়িত, তারা সবাই তদন্তাধীন রয়েছে... ওরা ব্যাথা নিয়ে প্রতিবাদে (জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে) বসে আছে, ওরা আমার সন্তানের মত, ওদের দেখলে আমরা ব্যাথা অনুভব করি... যেদিন অভিযুক্তদের শাস্তি হবে, সেদিনই আমাদের জয় হবে... ২০২১ সালেও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে, মুখ্যমন্ত্রী যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাহলে আজ আমার মেয়ে বেঁচে থাকত"।
আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি ছিল আর জি কর মামলার। প্রধান বিচারপতি সিবিআইকে সময় দিয়েছেন তদন্তের জন্য।