নিজস্ব সংবাদদাতা: গতকাল যখন রাজ্য জুড়ে মহিলারা রাত দখল করলো, তখন সেখান থেকে মন ঘোরাতে আরজি করে কিছু দুষ্কৃতি চালালো তাণ্ডব। ৪০ মিনিটের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে গেল আরজি করের ১৮টি ওয়ার্ড। রীতিমতো বিধ্বংসী রূপ নিয়েছে হাসপাতাল চত্বর। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই শুধু দেখা যাচ্ছে ধ্বংসের ছবি। আর এর মধ্যেই আরজি করের নার্সদের মুখে শোনা গেল ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।
এদিন নার্সরা জানান, যাদের রক্ষা করার কথা ছিল গতকাল, তারাই নাকি প্রাণ বাঁচাতে স্মরণাপন্ন হয়েছিল তাঁদের কাছে। গত রাতে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে ছিলেন মাত্র ৫-৬ জন পুলিশ। তারা অত জনকে হাসপাতালে ঢুকতে দেখে প্রাণ বাঁচাতে নার্সদের রেস্ট রুমে আশ্রয় নেন। এমনকি তাঁদের বাথরুমেও গা ঢাকা দিয়ে থাকেন পুলিশরা। যা দেখে রীতিমতো অবাক হন গত রাতে ডিউটিতে থাকা নার্সরা।
তাদের কথায়, ‘তারাই আসলে পুলিশের প্রাণ রক্ষা করেছে’। সেই সঙ্গে নার্সরা এও দাবি করেন যে, “ঘটনার পরের দিন থেকে যেখানে কয়েকশো পুলিশ সবসময় মোতায়েন থাকতো, সেখানে কি করে কাল রাতেই ৫-৬ জন পুলিশ ছিল? এটা কি পরিকল্পনা মাফিক নয়?” এদিন এই প্রশ্নই জোরদার করে তোলেন আরজি করের নার্সরা।