নিজস্ব সংবাদদাতা: প্রথম দায়িত্ব নিয়েই নতুন MSVP সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেছিলেন ‘আমিও মন থেকে জুনিয়র চিকিৎসকদের এই প্রতিবাদকে সমর্থন জানাই। আমিও জোরালো কণ্ঠে বলতে চাই ‘উই ওয়ান্ট জাস্টিস’। তবে শুধু মুখে বলা না, কাজ করেও দেখাচ্ছেন MSVP। আজ বেশ কিছু ডকুমেন্টস নিয়ে সিজিওতে পা রাখলেন আরজি করের MSVP সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তবে তিনি শুধু একা নন, তাঁর সাথে সিবিআই দফতরে গেল ২ পিজিটি।
তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন কাণ্ডে তলব করা হল এই আরজি করের ২ মহিলা পিজিটিকে। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন এই দুই পিজিটি। মঙ্গলবার তাঁদের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। এদিন MSVP-র গাড়িতেই ওই দুই মহিলা পিজিটি সিজিও-তে যান। কেন তারা ঘটনার পর থেকে কার্যত দু’মাস বেপাত্তা ছিলেন, সেই তথ্যই জানতে চান তদন্তকারীরা।
সূত্রের খবর, সিবিআই আগে জিজ্ঞাসাবাদ করে এমন কিছু জানতে পেরেছিলেন, যার সঙ্গে এই দুই মহিলা পিজিটি-র নিশ্চিত যোগ রয়েছে। আরজি কর সূত্রে জানা যাচ্ছে, একজন মহিলা পিজিটির সঙ্গে অভয়ার ঝগড়া হয়েছিল। আর ঝগড়া এমন পর্যায়ে পৌঁছায়, যে ডাক পাওয়া মহিলা পিজিটি বলেছিলেন, তিনি চেস্ট মেডিসিন ছেড়ে দেবেন। তিনি মূলত, দক্ষিণ ভারতের বাসিন্দা। ঘটনার পর তিনি বাড়ি চলে গিয়েছিলেন। আরও এক মহিলা পিজিটিও বেপাত্তা ছিলেন। এতদিন ধরে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। এতদিন পর হাসপাতালে ফিরতেই MSVP তাঁদের বুঝিয়ে আজ নিয়ে এলেন সিজিওতে। এখনও চলছে তাঁদের জিজ্ঞাসাবাদ।