নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বহু মানুষ। কেন পুলিশ সব সত্যি সামনে আনছে না, তা জানতে চাইছেন অনেকেই। এবার সেই নিয়েই প্রশ্ন তুললেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি নিজের এক্স হ্যান্ডেলে বলেন, “পুলিশ তোমার কিসের ভয়? ধর্ষক, মমতার কে হয়?” এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “সেমিনার রুমের ক্রপ করা ছবি কেন প্রকাশ করছে কলকাতা পুলিশ? যাদেরকে ছবি থেকে বাদ দেওয়া হল তারা কে এবং কেনই বা তাদেরকে বাদ দেওয়া হল? সেই রাতে আরজি করে নির্যাতিতা বোনটির চোখ থেকে জল নয় রক্ত বেরিয়েছিল। পুলিশ কাদের বাঁচাতে চাইছে!”
পুলিশ তোমার কিসের ভয়? ধর্ষক, মমতার কে হয়?
সেমিনার রুমের ক্রপ করা ছবি কেন প্রকাশ করছে কলকাতা পুলিশ? যাদেরকে ছবি থেকে বাদ দেওয়া হল তারা কে এবং কেনই বা তাদেরকে বাদ দেওয়া হল?
সেই রাতে #RGKar এ নির্যাতিতা বোনটির চোখ থেকে জল নয় রক্ত বেরিয়েছিল।।