RG Kar Protest: রাত জাগার ডাক! আজ সুপ্রিম শুনানিতে নজর সবার

আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
l,m

নিজস্ব সংবাদদাতাঃ ৯ সেপ্টেম্বর রাত ১২টা বাজতেই আরজি করে বাজল ১২টি ঘণ্টা। আজ ‘রাত জাগো’র ডাক দিয়েছে তিলোত্তমার সহপাঠীরা। রাতভর গানে, স্লোগানে, নাটকে, কবিতায় প্রতিবাদ জানাবেন তাঁরা। প্রতিবাদচত্বরে রাখা তিলোত্তমার স্মরণে একটি হাতে আঁকা ছবি। সেখানে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

ঠিক সেই রাত। আরও এক ৯-এর রাত। মাঝে এক মাসের ফারাক। এখনও অবধি আরজি করকাণ্ডে একজনকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। সিবিআই তদন্তভার নেওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও কাউকে গ্রেফতার করেনি। তদন্ত কোন পথে এগিয়েছে তাও স্পষ্ট নয়। আজ সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। গোটা দেশের নজর সেদিকে।

আরজি করে এমার্জেন্সির সামনের করিডরে ফুল দিয়ে সাজিয়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ জানান সহপাঠীরা। প্রজেক্টরে গত একমাস আন্দোলনের বিভিন্ন মুহূর্তের ডকুমেন্টারি দেখানো হবে। চলবে লাইভ পেন্টিং। তিলোত্তমাকে উদ্দেশ্য করে চিঠিও লিখেছেন তাঁরা। ভোরে হবে বৃক্ষরোপণ।