নিজস্ব সংবাদদাতা: ফের হুমকির মুখে চিকিৎসকরা। আরজি করে কেন্দ্রীয় বাহিনীর সামনে এক মহিলা চিকিৎসককে খুনের হুমকি দেওয়া হল বলে অভিযোগ উঠছে। ভোর তিনটে নাগাদ ঘটনা বাইক দুর্ঘটনায় আহত এক যুবককে নিয়ে আসা হয় আর জি কর হাসপাতালে। আহতকে সঙ্গে নিয়ে এসেছিলো তিনজন। জানা গিয়েছে, আহত এক ব্যক্তির হাতে সিরিঞ্জ ফোটানো হলে রক্ত বের হতে শুরু করে। সেই সময় তাঁরা ওই মহিলা চিকিৎসককে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওই মহিলা চিকিৎসককে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়।
আহত ব্যক্তির পাশাপাশি তাঁদের সঙ্গে যাঁরা এসেছিলেন, তাঁরাও মহিলা চিকিৎসককে উদ্দেশ্য করে নোংরা কথা বলেন বলে অভিযোগ। এরপর আহত কে অন্য হাসপাতালে নিয়ে চলে যায়। ঘটনার পরেই থানায় দায়ের হয় অভিযোগ। অভিযোগের পরেই ঘটনার সঙ্গে যুক্ত একজনকে পুলিশ গ্রেফতার করেছে। সিআইএসএফের উপস্থিতি থাকার মধ্যেই এই ঘটনা ঘটেছে। সে ক্ষেত্রে ফের এবার প্রশ্নের মুখে আরজি করের নিরাপত্তা।
মহালয়া চলে এলেও কলকাতায় প্রতিবাদের স্বর এখনও থামেনি। মহালয়ার দিন জুনিয়র চিকিৎসকরা মহামিছিলের ডাক দেন। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল। এই মিছিলে কার্যত জনজোয়ার দেখতে পাওয়া যায়।