নিজস্ব সংবাদদাতা: জোরকদমে চলছে বাঘাযতীনে হেলে পড়া বহুতল ভেঙে ফেলার কাজ (Baghajatin Building Collapse)। শুক্রবার দিনভর হাইড্রোলিক ল্য়াডারের সাহায্য়ে বহুতল ভাঙার কাজ করতে থাকেন পুরসভার কর্মী এবং দমকল কর্মীরা। তাল মিলিয়ে চলছে আবাসিকদের জিনিসপত্র বাইরে বার করে আনার কাজ।
বহুতল বিপর্যয়ের ঘটনায় অভিযুক্ত প্রোমোটার গ্রেফতার হলেও খুশি নন ঘরছাড়া ফ্ল্যাটের বাসিন্দারা। কী বলছেন তারা? একজন বলছেন, 'অভিযুক্ত প্রোমোটার গ্রেফতার হয়েছে। তা শুনেছি। গ্রেফতারে আমার আনন্দ হবে কি করে? সবচেয়ে বড় কথা আমার নিজের বাসস্থানটা কী হবে সেটা নিয়ে চিন্তা রয়েছে।' অপর এক বাসিন্দা বলছেন,'ওঁর প্রতি আমার এমন মনোভাব নেই যে, ১০ বছর, ৫ বছর জেল হলে আমি খুব খুশি হব। আমার যেটা গেছে সেটা ফিরিয়ে দিক।'