সরকারি কর্মীদের দাবি মিটিয়ে দিলেন মমতা! এক ধাক্কায় বাড়ল এই ভাতা

কর্মীদের দাবি পূরণ করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

author-image
Anusmita Bhattacharya
New Update
money (1)n

নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের পর থেকেই একাধিক ক্ষেত্রে ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। এবার এক বিশেষ ভাতা বাড়িয়ে দেওয়া হল। 

ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের সংসার চালানো দায় হয়ে দাঁড়াচ্ছে। এই আবহে কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি) করল রাজ্য সরকার। একলাফে অনেকটাই বেড়ে গেল এই ভাতা। মাসে ১০,১৯০ টাকা করে পেতেন আগে এই ভাতা। এক ধাক্কায় ৭ হাজার টাকা ভাতা বেড়ে গেল। ৫ বছর কাজ করলে ন্যূনতম বেতন হবে ২১,০০০টাকা।  কোনও কর্মী ১০ বছর কাজ করলে তার ন্যূনতম বেতন হবে ২৬,০০০ টাকা। ১৫ বছর কাজ করলে ন্যূনতম বেতন হবে ৩২,০০০০ টাকা।

Adddd