নিজস্ব সংবাদদাতা: আজ থেকে দাপট দেখাবে 'রেমাল'। শনিবার রাতেই তৈরী হয়েছে ঘূর্ণিঝড় রেমাল যা বাংলার দিকে এগিয়ে আসছে। রবিবার মধ্য রাতেই সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল করার সম্ভাবনা এই সাইক্লোনের। ইতিমধ্যেই দুর্যোগের আগের পরিবেশ দেখা দিচ্ছে।
ভোর থেকেই সুন্দরবন, কলকাতা, দুই ২৪ পরগণা সহ একাধিক জেলায় চলছে বৃষ্টি। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতে সাইক্লোনের প্রভাব থাকবে সবচেয়ে বেশি। কলকাতা-সহ ছয় জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। আগামী ৫ ঘণ্টার মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ দেখাবে রেমাল।