'রেমাল' দাপট শুরু! সকাল থেকে বৃষ্টি, আসছে ঝড়

আজ সারাদিন সাবধানে থাকুন।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
NYMTUHFJGYIUI

নিজস্ব সংবাদদাতা: আজ থেকে দাপট দেখাবে 'রেমাল'। শনিবার রাতেই তৈরী হয়েছে ঘূর্ণিঝড় রেমাল যা বাংলার দিকে এগিয়ে আসছে। রবিবার মধ্য রাতেই সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল করার সম্ভাবনা এই সাইক্লোনের। ইতিমধ্যেই দুর্যোগের আগের পরিবেশ দেখা দিচ্ছে।

tamilnadu cyclone.jpg

ভোর থেকেই সুন্দরবন, কলকাতা, দুই ২৪ পরগণা সহ একাধিক জেলায় চলছে বৃষ্টি। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতে সাইক্লোনের প্রভাব থাকবে সবচেয়ে বেশি। কলকাতা-সহ ছয় জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। আগামী ৫ ঘণ্টার মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ দেখাবে রেমাল।

cycloneq1.jpg

Add 1