পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রধান সাক্ষীর আচমকা মৃত্যু! কোন পথে সিবিআইয়ের তদন্ত

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আচমকাই প্রধান সাক্ষীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে প্রমোটার শমীক চৌধুরীর।

author-image
Tamalika Chakraborty
New Update
ayan shil

নিজস্ব সংবাদদাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় আচমকাই প্রধান সাক্ষীর মৃত্যু হয়েছে।  মৃত্যু হয়েছে প্রমোটার  শমীক চৌধুরীর। তিনি অভিযুক্ত অয়ন শীলের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে।  সিবিআইয়ের চার্জশিটে শমীক চৌধুরীর নাম ছিল। তিনি মিডল ম্যান হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে সিবিআই তদন্তে। 

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে,  হৃদরোগে আক্রান্ত হয়ে সল্টলেকের বাড়িতেই মৃত্যু হয়েছে শমীকের। শমীক অয়ন শীলের ব্যবসার অংশীদারও ছিলেন। ইডি ও সিবিআই-এর কাছে শমীক ছিলেন অন্যতম প্রধান সাক্ষী। সিবিআইয়ের চার্জশিটে শমীকের নাম ছিল। শুধু তাই নয়,   চার্জশিটের ২১ নম্বর পাতায় শমীক চৌধুরীর উল্লেখ করা হয়েছে।  সিবিআইয়ের অভিযোগ ছিল, তারা তদন্তে জানতে পেরেছে,  পুর নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের দুই এজেন্টের মাধ্যমে বেশ কয়েকজন চাকরি পেয়েছিলেন। এক্ষেত্রে অয়ন শীলের বন্ধু ও অন্যতম এজেন্ট ছিলেন শমীক চৌধুরী। শমীক চৌধুরীর বিরুদ্ধে মিডল ম্যান হিসেবে কাজ করার অভিযোগ ছিল।  তাঁর নামে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ ছিল। অয়নের গ্রেফতারের পর থেকেই ‘গায়েব’ হয়ে যান শমীক চৌধুরী ওরফে বাপ্পা।  ‘এবিএস ইনফ্রাজোন’ নামে অয়নের একটি সংস্থার ডিরেক্টর পদে নাম ছিল শমীকের।