নিজস্ব সংবাদদাতা: সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে ২০২৩ এ তীব্র গরম (Summer) পড়তে চলেছে এমন আভাস পাওয়া গেলো। আগামী ১০ থেকে ১৫ই এপ্রিলের মধ্যে তাপমাত্রার বেশ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা (Temperature)। এপ্রিলের মাঝামাঝি পুরুলিয়া জেলার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)হতে পারে ৪০ ডিগ্রি। দক্ষিণের সব জেলাবাসীকে (South Bengal) গরমের তাপে জ্বলতে হবে। কিছুদিনের মধ্যে তাপমাত্রা বেড়ে যেতে পারে প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত।