কলকাতার বুকে বেপরোয়া দুষ্কৃতী-রাজ

দক্ষিণ কলকাতার বুকে ছেনতাই। সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর ঢাকুরিয়ায় দুষ্কৃতী-রাজ। প্রকাশ্য রাস্তায় মহিলাকে দাঁড় করিয়ে ছিনতাই। আতঙ্কে কলকাতা ছাড়ার ভাবনা মহিলার পরিবারের।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
দাদাদ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: শহরের বুকে বেপরোয়া দুষ্কৃতী-রাজ। প্রকাশ্য রাস্তায় মহিলাকে দাঁড় করিয়ে ছিনতাই। খাস দক্ষিণ কলকাতায়  ঢাকুরিয়ার মতো অভিজাত এলাকায় মহিলার হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর ঢাকুরিয়ায় দুষ্কৃতী-রাজ। আতঙ্কে কলকাতা ছাড়ার ভাবনা আক্রান্ত মহিলার পরিবারের।