নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রেফতার ও বরখাস্ত হওয়ার পর দলের মুখপাত্র কুনাল ঘোষ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, "দলের একটি জিরো-টলারেন্স নীতি রয়েছে এবং যুব বিভাগ যথাযথ ব্যবস্থা নিয়েছে। এখন পুলিশও তদন্ত শুরু করেছে।" তিনি আরো বলেন, "দলে কেউ চাঁদাবাজি বা বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হলে তা সহ্য করা হবে না, এবং এমন ঘটনা ঘটলে দল তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে ব্যবস্থা নেয়।"
এছাড়াও, কলকাতায় সম্প্রতি জাল পাসপোর্ট ইস্যুতে মন্তব্য করেন কুনাল ঘোষ। তিনি বলেন, "জাল পাসপোর্ট নতুন কিছু নয়, এটা একটি অপরাধ। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই।" তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকারের উচিত বিষয়টি খতিয়ে দেখা, বিশেষ করে যদি এতে বাংলাদেশ জড়িত থাকে। বিএসএফ কী করছে এবং সীমান্তে কেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, তা নিয়ে দৃষ্টি দেওয়া উচিত।"
এছাড়াও সংসদে হট্টগোল ও রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা নিয়ে কুনাল ঘোষ বলেন, "বিজেপি চায় সংসদ একইভাবে চলুক এবং বাংলা ও অন্যান্য রাজ্য থেকে কোনো প্রশ্ন না উঠুক। তারা চাইছে বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে কোনো সমালোচনা না হয়।" তিনি সতর্ক করে বলেন, "যদি আমরা প্রতিবাদ করি, তাহলে বিজেপির উদ্দেশ্য পূর্ণ হবে এবং তারা উস্কানি দেবে।"