নিজস্ব সংবাদদাতা: ভোরে মদ্যপ সিভিক ভলান্টিয়ারের ওই কর্মকাণ্ডের পর নতুন করে উত্তেজনা ছড়ায় বি টি রোডে। ডিউটিরত সার্জেন্টের ব্যবহার নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। ভোর ৪টের পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান রবীন্দ্রভারতীর পড়ুয়ারা। কেননা কর্তব্যরত সার্জেন্ট তারকেশ্বর পুরী সেই সিভিককে ধরার বদলে ছেড়ে দেন। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে পড়ুয়ারা।
আর কেন তিনি এমন করলেন তা জানতে চাইলে তিনি পাল্টা বলেন, ‘আপনারা যে অনুষ্ঠান গত কয়েকদিন ধরে করছেন তা কখন শেষ হবে’। অর্থাৎ আরজি কর ঘটনার যে প্রতিবাদ গোটা দেশ জুড়ে চলছে, তা নাকি অনুষ্ঠান! সার্জেন্টের এমন কথা শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠে রবীন্দ্রভারতীর পড়ুয়ারা।
এরপর প্রায় পাঁচ ঘন্টা ধরে চলেসিঁথির মোড়ের অবরোধ। আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদ করে বিটি রোডে রাস্তার ওপরে ছবি এঁকে প্রতিবাদ চলে রবীন্দ্রভারতীর পড়ুয়া ও প্রাক্তনীদের। একই সাথে এই ঘটনায় নেওয়া হয় গণস্বাক্ষর। সার্জেন্টকে ঘিরেই চলে ‘ধিক্কার’ স্লোগান। ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে শহর জুড়েই।