Rater Sathi : হাসপাতালের নিরাপত্তার জন্য 'রাত্তিরের সাথি', দায়িত্বে প্রাক্তন পুলিশকর্তারা

কলকাতার চারটি মেডিক্যাল কলেজ-সহ ছ'টি সরকারি হাসপাতালের নিরাপত্তার জন্য 'রাত্তিরের সাথী— হেল্পার অ্যাট নাইট' প্রকল্প চালু হয়েছে। দায়িত্বে থাকছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা।

author-image
Debapriya Sarkar
New Update
Manoj Varma

নিজস্ব প্রতিবেদন : আরজি কর ধর্ষণ ও খুন কান্ডের আবহ এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনের এগারো দফা দাবির পর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তৎপর হয়েছে প্রশাসন। সেই উদ্যোগে কলকাতার চারটি মেডিক্যাল কলেজ-সহ ছ'টি সরকারি হাসপাতালের নিরাপত্তার জন্য 'রাত্তিরের সাথী— হেল্পার অ্যাট নাইট' প্রকল্প চালু হয়েছে। এটির দায়িত্বে থাকছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা পুলিশের কমিশনারের সুপারিশে ছ'জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে এই প্রকল্পে নিয়োগ করা হবে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো হাসপাতালগুলোর নিরাপত্তা বৃদ্ধি করা এবং রোগীদের সহায়তা করা।

manoj verma 111

ন্যাশনাল মেডিক্যাল কলেজে নওশাদ আলি, কলকাতা মেডিক্যাল কলেজে অনুজ হোম রায়, এসএসকেএমে অরবিন্দকুমার মিশ্র, এনআরএস মেডিক্যাল কলেজে আসিফ জামাল, মেটিয়াবুরুজ বা গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে দেবাশিস চক্রবর্তী এবং টালিগঞ্জ এমআর বাঙুর হাসপাতালে বিশ্বজিৎ রায় 'রাত্তিরের সাথী' প্রকল্পের দায়িত্ব পেয়েছেন। এঁরা সবাই কলকাতা পুলিশের ডেপুটি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কর্মরত ছিলেন।

Manoj Varma

তবে এই হাসপাতালের তালিকায় আরজি কর মেডিক্যাল কলেজের নাম উল্লেখ করা হয় নি। পরবর্তীতে আরজি কর হাসপাতালের নাম তালিকাভুক্ত করা হবে কিনা সেই নিয়েও কিছু জানানো হয় নি।