তিলজলা কাণ্ড: ‘বিরলের মধ্যে বিরলতম ঘটনা’, ক্ষুব্ধ বিচারক দিলেন ফাঁসির সাজা

তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয় শিশুর নিথর দেহ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
child rape

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালের মার্চ মাসে এক ৭ বছরের নবালিকার দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল কলকাতার তিলজলায়। অভিযোগ ওঠে, যৌন নির্যাতন করে খুন করা হয় ওই শিশুকে। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে শিশুর মাথায় হাতুড়ি দিয়ে মারা হয় বলে মারাত্মক অভিযোগও ওঠে।

সেই ঘটনায় গতকালই দোষী সাব্যস্ত হয়েছিল অভিযুক্ত। রায় দান স্থগিত রেখেছিল আলিপুর সেশন কোর্ট। আর আজ সেই মামলাতেই ফাঁসির সাজা শোনালেন বিচারক। মৃত শিশুর প্রতিবেশী অলোক কুমারের বিরুদ্ধেই উঠেছিল সেই অভিযোগ। আর তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয় শিশুর নিথর দেহ।

sd
File Picture

পেশায় ডেলিভারি বয় ছিল অভিযুক্ত। আজ তাঁকে সাজা দেওয়ার সময় বিচারক বলেন, ‘বিরলের মধ্যে বিরলতম ঘটনা’। শিশুটির নিজেকে বাঁচানোর ক্ষমতা পর্যন্ত ছিল না। তারপরও তাঁর ওপর এমন নির্মম অত্যাচার’, আর তাই সেই জন্যেই এক্ষেত্রে সর্বোচ্চ সাজা ঘোষণা করলেন বিচারক। এই ঘটনায় ৪৫ জন সাক্ষী দিয়েছে বলে জানা গিয়েছে। 

Adddd