আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ধর্ষণের হুমকি, অভিযোগ জানালেও মেলেনি পুলিশি সহায়তা, অভিনেত্রী রূপা ভট্টাচার্যের চাঞ্চল্যকর অভিযোগ

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লাগাতার ধর্ষণের হুমকি পাচ্ছিলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। অভিযোগ জানালেও পুলিশের সহযোগিতা মেলেনি।

author-image
Debapriya Sarkar
আপডেট করা হয়েছে
New Update
Threat

নিজস্ব প্রতিবেদন : আর জি কর-কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লাগাতার ধর্ষণের হুমকি পাচ্ছিলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। অভিযোগ জানালেও পুলিশের সহযোগিতা মেলেনি। কিন্তু অবশেষে এফ আই আর নিতে বাধ্য হয় পুলিশ। অভিনেত্রী রূপা বলেন, "নিউজ চ্যানেলে জানানোর পরেই পুলিশ এফআইআর নিয়েছে। কিন্তু অনেকেই আছেন, যাদের অভিযোগ পৌঁছচ্ছে না। আমি চাই, তারা অভিযোগ করলে তা গুরুত্বের সঙ্গে দেখা হোক।" 

publive-image

ঘটনা সূত্রে জানা যায়, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন এবং রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। অভিযোগ, এর পর থেকেই সোশাল মিডিয়ায় লাগাতার হুমকি পাচ্ছিলেন তিনি। লালবাজারের সাইবার সেল এবং পুলিশকে অভিযোগ জানানোর পরও সুরাহা না পাওয়ার কথা জানান রূপা। নিউজ মাধ্যমে খবরটা ছড়াছড়ি হওয়ার পর পাটুলি থানার তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। রূপা জানিয়েছেন, "অভিযোগ নিলেই হবে না; দোষীদের খুঁজে শাস্তি দিতে হবে। আমি এখনও পর্যন্ত শুধু এফআইআর ফাইল করেছি। কোন ধারায়, কারা গ্রেফতার হল, এখনও পর্যন্ত আমি কিছুই জানি না।" থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

publive-image

অভিনেত্রীর অভিযোগের প্রেক্ষিতে সাউথ সাবার্বান ডিভিশনের সাইবার সেলের তরফ থেকে তাঁকে ইমেল করে জানানো হয়েছে যে, তদন্ত শুরু হয়েছে। রূপা বলেছেন, "আমার শহরেই আমি সুরক্ষিত বোধ করছি না। তবে আমি আবার পথে নামব। ধর্ষণের হুমকি দেওয়া ব্যক্তিরা চান আমি ভয় পেয়ে যাই। কিন্তু তিলোত্তমা যতক্ষণ না বিচার পাচ্ছে, যতক্ষণ না আমাদের বকেয়া দাবিগুলো পূরণ হচ্ছে, আমি আবার আন্দোলনে নামব।" পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে অভিনেত্রীকে হুমকি দেওয়া হচ্ছিল। তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ আশ্বাস দিয়েছে ও অভিযুক্তদের শীঘ্রই চিহ্নিত করা হবে।