দূর্গা পূজা প্যান্ডেলে রামচরিতমানস ও তরবারি দান বিজেপি বিধায়কের- তবে তরবারি দান করায় চটে গেলেন দেবাংশু- দাগলেন চরম নিশানা

কি বললেন দেবাংশু?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
debangshu.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহারে বিজেপি বিধায়ক মিথিলেশ কুমার দূর্গা পূজা প্যান্ডেলে রামচরিতমানস ও তরবারি দান করেছেন। তবে দূর্গা পূজা প্যান্ডেলে তরবারি দান করায় চটে গেলেন দেবাংশু ভট্টাচার্য।

ঝাড়খণ্ডে সরকার ফেলতে বিধায়ক কেনাবেচার ইঙ্গিত তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের

ট্যুইট করে তিনি বিজেপি বিধায়কের বিরুদ্ধে দাগলেন নিশানা। তিনি রামচরিতমানসকে সম্পূর্ণ উপেক্ষা করেই তরবারি প্রসঙ্গকে তুলে ধরে লিখেছেন, "বিজেপি বিধায়ক মিথিলেশ কুমার বিজেপির ঘৃণার ব্র্যান্ডকে নতুন চরমে নিয়ে গেছেন, দুর্গা পূজা প্যান্ডেলগুলিতে তলোয়ার বিতরণ করেছেন। ভারতকে ধর্মীয় চরমপন্থার গভীরে ঠেলে দিয়ে রক্তপাতের জন্য খোলা আহ্বান না হলে এটা কী? আমাদের জাতির সামাজিক কাঠামোকে ছিন্ন করার জন্য তাদের ধর্মকে অস্ত্র দেওয়ার বিষয়ে একটি হ্যান্ডবুক প্রকাশ করা উচিত"। তবে ট্যুইটের প্রতিক্রিয়ায় তার এই বক্তব্যের প্রেক্ষিতে তিনি অনৈতিক চিন্তা করছেন বলেও জানানো হয়েছে। তরবারি দান সাম্প্রদায়িক বিভেদ ঘটায় না বলেই দাবি করা হয়েছে প্রতিক্রিয়ায়।

 

 

Adddd

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . .