নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদে বাবরি মসজিদ করার ঘোষণা করেছিলেন বিধায়ক হুমায়ুন কবীর। এরপর ওই মুর্শিদাবাদেই রাম মন্দির তৈরির যাবি করে দিনক্ষণ ঘোষণা হল। ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজন হতে চলেছে। আমন্ত্রিত থাকবেন হুমায়ূন কবির। কংগ্রেস নেতা অধীর চৌধুরীকেও আমন্ত্রণ করতে চায় কমিটি।
বুধবার মুর্শিদাবাদের বহরমপুরে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়ে দিলেন অম্বিকানন্দ মহারাজ। তিনি জানান, আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানাবেন সমর্থন ও সাহায্যের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানোর ঘোষণা করলেন তিনি।