যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনার ঘটনায় বাম ছাত্র সংগঠনের সমর্থকদের বিরুদ্ধে যেমন পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে।
নিজস্ব সংবাদদাতা: শুরু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের মহামিছিল। মিছিলে যাদবপুরের ছাত্ররা ছাড়াও যোগ দিয়েছেন অভয়া মঞ্চের নেতা তথা চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বিশ্ববিদ্যালদয়ে অধ্যাপকদের একাংশকেও দেখা গিয়েছে মিছিলে।