নিজস্ব সংবাদদাতাঃ ইভিএম ইস্যুতে রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল বলেন, "আমি এই বিষয়ে পরে কথা বলব, তবে এই মুহূর্তে আমি বলতে চাই যে যে এফআইআর দায়ের করা হয়েছে, তা ইভিএম ইস্যুর সঙ্গে সম্পর্কিত নয়। আর ২০১৪ সাল থেকে নির্বাচন কমিশন যেভাবে আচরণ করে আসছে, তাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এই মনোভাব অবলম্বন করলে আমাদের দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে কিনা তা সব বিরোধী দলকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বিরোধীদের অধিবেশনে এটি জোরালোভাবে উত্থাপন করা উচিত। আর আমি মনে করি ভারতের নির্বাচন কমিশন, বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনারের মনোভাব নিরপেক্ষ হয়নি, বিরোধীরা এই ব্যাপারে ব্যবস্থা নেবে।"