নিজস্ব সংবাদদাতা: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের উপর হামলা। বুধবার বিকেলে ইকরচালা কালীবাড়ির অদূরে, ৩১ নম্বর জাতীয় সড়কের উপর খুল্লামখুল্লা কনস্টেবলের দিকে তাক করে গুলি করল খুনের মামলায় বিচারাধীন বন্দি সাজ্জাদ আলম নামে এক ব্যক্তি।
সূত্রের খবর, এদিন সাজ্জাদ কয়ে আদালত থেকে জেলে নিয়ে যাচ্ছিল পুলিশ। সেই সময় প্রস্রাব করার কথা বলে প্রিজ়ন ভ্যান থেকে নেমে পাহারায় থাকা দুই পুলিশকর্মীর উপর হামলা চালান সাজ্জাদ। আহত ওই কনস্টেবলের নাম দেবেন বৈশ্য। তাঁর সঙ্গে গুরুতর চোট পান অ্য়াসিস্টান্ট সাব ইনস্পেক্টর নীলকান্ত সরকারও। এই মুহূর্তে মাটিগাড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।
বৃহস্পতিবার আহত দুজন পুলিশ অফিসারকে দেখতে যান রাজ্যের ডিজি রাজীব কুমার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজি বলেন,''আমাদের ওপর দু রাউন্ড গুলি চালালে আমরা চার রাউন্ড গুলি চালাব। আমরা এই বিষয়ে প্রশিক্ষিত, মানুষের নিরাপত্তার দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের ওপর গুলি চালালে বরদাস্ত নয়।'