নিজস্ব সংবাদদাতা: সাইক্লোন রেমালের আতঙ্কে ভুগছে পশ্চিমবঙ্গবাসী। এরই মধ্যে রাজভবন থেকে রাজ্যপালের বক্তব্য প্রকাশ করা হল।
রাজভবন থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে যে সমস্ত নাগরিক বিশেষ করে যারা উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দা তাদের নিরাপত্তা এবং সুস্থতার কামনা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কারণ কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়তে চলেছে সাইক্লোন রেমাল। কর্তৃপক্ষ দ্বারা জারি হওয়া নির্দিষ্ট নির্দেশ মেনে চলা উচিত। বিজ্ঞপ্তিতে লেখা, 'এই সময় আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে। আমরা অবশ্যই এই ঝড়ের মোকাবিলা করতে পারব। রাজ্যপাল সকলকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন এবং সংবাদের আপডেটগুলির উপর নজর রাখতে বলেছেন। বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ যে নির্দেশ দিয়েছে সেগুলি সকলের মেনে চলা উচিত। রাজ্যপাল নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন এবং বিশেষজ্ঞ আর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন যাতে এই সাইক্লোনের মোকাবিলা করা যায়। রাজভবনের হেল্পলাইন ২৪ ঘণ্টা খোলা'। ০৩৩-২২০০১৬৪১ এই নম্বরে আপনার যোগাযোগ করতে পারেন।