জামা ছিঁড়ে আচড়ে খিমচে দেয়! যাদবপুরে কী হয়েছিল? বিস্ফোরক রাজন্যা

একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূল ছাত্র পরিষদের একেবারে উজ্জ্বল মুখ হয়ে উঠেছে রাজন্যা হালদার। এরপর বুধবার যাদবপুরে ছাত্রের মৃত্যুর প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচিতে যেভাবে আক্রান্ত হন তিনি তা নিয়ে আলোচনায় উঠে আসেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
rajonya

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রাজন্যা হালদারই কি তৃণমূল ছাত্র পরিষদের যাদবপুরের আগামী মুখ? গত বুধবারের ঘটনার পর থেকেই তৈরী হয়েছে এই প্রশ্ন। তৃণমূলের ছাত্র পরিষদের এই সদস্যকে গত ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চে দেখা অন্যরূপে। একেবারে মূল মঞ্চে তাঁর বক্তব্য বুঝিয়ে দিয়েছিল যে এবার নতুন কোনও মুখ উঠে আসছে বাংলার ছাত্র রাজনীতিতে।

গত বুধবার ছাত্র মৃত্যুর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের কর্মসূচি রাজন্যার গায়ে হাত তোলার অভিযোগ ওঠে বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। বাম ছাত্র সংগঠনের সদস্যরা সেদিন রীতিমতো আচড়ে, খিমচে তাঁকে জখম করে বলে দাবি করলেন রাজন্যা। তাঁর দাবি, একজন মেয়ের সঙ্গে যদি এরকম করতে পারে, তাহলে সেই ছাত্রের সঙ্গে কতটা নৃশংস হতে পারে সেটা অনুমেয়। শান্তিপূর্ণভাবে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে গিয়ে হঠাত্‍ করেই বাম, অতি বাম সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা রাজন্যার জামা টেনে হিচড়ে ছিড়ে ফেলে। হাতেও নাকি আচড়ে, খিমচে দেয়। একজন নারী হিসাবে তাঁর কাছে এটা ভীষণ লজ্জার।