নিজস্ব সংবাদদাতাঃ গত পাঁচ ধরে কিফ অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন রাজ। তবে আর সেই দায়িত্ব নিতে চান না তিনি। চান চেয়ারম্যানের পদে অন্য কেউ আসুন। ২০২৩-এ এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই আবেদন তখন মঞ্জুর হয়নি। তবে ২০২৪-এ পূর্ণ হয়েছে তাঁর মনের ইচ্ছে। অবশেষে তাঁর আবেদন মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী।
এই বিষয়ে রাজ বলেন, "পাঁচ বছর এই দায়িত্বে ছিলাম। আমার মনে হয় এবার দায়িত্ব অন্য কারও পাওয়া উচিত। দিদি অবশেষে রাজি হয়েছেন। সরে যাওয়ার কারণ হিসেবে আমি যা বলেছিলাম তা ওঁর যুক্তিগ্রাহ্য মনে হয়েছে।"
সূত্রে খবর, পরিচালক গৌতম ঘোষের কাছে যেতে পারে কিফের দায়িত্ব।