Raj Bhavan: নববর্ষের সকালেই খুলল দরজা

নববর্ষের সকালে রাজভবনের (Raj Bhaban) দরজা খুলে দেওয়া হল সাধারণ মানুষের জন্য। সকালে সেই উদ্যোগের সূচনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

author-image
Aniruddha Chakraborty
New Update
jhgf

নিজস্ব সংবাদদাতাঃ রাজভবন ঘিরে কৌতূহল থাকলেও দরজা পেরিয়ে ভিতরে ঢোকার সুযোগ হয় না সাধারণ মানুষের। এবার বাংলার নতুন বছরে সেই সুযোগ করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নববর্ষের সকালে রাজভবনের (Raj Bhaban) দরজা খুলে দেওয়া হল সাধারণ মানুষের জন্য। সকালে সেই উদ্যোগের সূচনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজভবনের গেটে লেখা রয়েছে শুভ নববর্ষ। সকালে মঞ্চে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন রাজ্যপাল। এরপর পদযাত্রার সূচনা করেন তিনি। এনসিসি-র সদস্যরা হেঁটে যাবেন রেড রোডে। এছাড়াও একটি সাইকেল যাত্রাও আয়োজন করা হয়েছে। উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল। সকাল থেকে রাজভবনের সামনে ভিড় করেছেন বহু সাধারণ মানুষ। ভিতরে কী রয়েছে, তা জানতে আগ্রহী সবাই। এদিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "এই 'নববর্ষ'-এ নতুন ভোরে হাঁটছে বাংলা। যুবশক্তি রচিত হয়েছে এবং যুবসমাজ দেখবে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে। বাংলার গৌরব ফিরে আসবে।"